Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ মে ২০২০

অনলাইন ডিপিএড পরিচালনা গাইডলাইনস (সংশোধিত)

 

 

করোনা ভাইরাসের আপদকালীন সময়ের জন্য অনলাইন প্ল্যাটফর্মে ঘরে বসে

ডিপিএড অনুশীলন কার্যক্রম  (সংশোধিত)

 

গাইডলাইনস/ নির্দেশনা সংশোধিত  ( পিডিএফ কপি ডাউনলোড করুন)

 

[জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ঘরে বসে ডিপিএড অনুশীলন কাজের নির্দেশনায়  রিফ্লেক্টিভ জার্নাল লেখা ও পাঠ পর্যবেক্ষণ  বিষয়ে বিভিন্ন পিটিআই ও ডিপিএড শিক্ষার্থীদের মধ্যে অস্পষ্টতা দূরীকরণের জন্য নেপ থেকে রিফ্লেক্টিভ জার্নাল লেখা ও পাঠ পর্যবেক্ষণ বিষয়ে  নিম্নরূপ দুটি নমুনা দেয়া হলো।  এখানে ক্লিক করে ডাউনলোড করুন/দেখুন।]

 

  লক্ষ্য 

ডিপিএড কোর্সে অংশগ্রহণকারী শিক্ষকদের ধারাবাহিক পেশাগত উন্নয়নের জন্য পেশাগত অনুশীলন অব্যহত রাখার মাধ্যমে শিক্ষক মান নিশ্চিত করা।

 

উদ্দেশ্য

১। আপদকালীন সময়ে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করা ও স্বাস্থ্য সচেতনামূলক পদক্ষেপ নিতে সহায়তা করা।

২। ডিপিএড কোর্সের আলোকে নিজস্ব পেশাগত অনুশীলন অব্যহত রাখা।  

৩। প্রতিফলনমূলক অনুচিন্তনের মাধ্যমে ধারাবাহিক পেশাগত অনুশীলন অব্যহত রাখা। 

৪। অনলাইনে বিষয়ভিত্তিক জ্ঞান ও উপলব্ধির চর্চা অব্যহত রাখা।

৫। শিক্ষক মান অর্জনে সহায়তা করা।

 

 

অনলাইন প্ল্যাটফর্মে ঘরে বসে ডিপিএড অনুশীলন কার্যক্রম পরিচালনার গাইডলাইনস

 

ডিপিএড প্রশিক্ষণরত শিক্ষার্থীদের ঘরে বসে চিন্তন অনুশীলনের মাধ্যমে ধারাবাহিক পেশাগত উন্নয়নে সহায়তা করার জন্য অনলাইনে নেপ কর্তৃক গৃহীত কার্যক্রমসমূহঃ

 

১. ডিপিএড ই-লার্নিং প্ল্যাটফর্ম মাধ্যম_ ডিপিএড ২০২০-২০২১ শিক্ষাবর্ষের জন্য: (ভিডিও/প্রেজেন্টেশন পাবলিশ করা)

 

২. ডিপিএড এর নির্বাচিত বিষয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত বিষয়ভিত্তিক ইন্সট্রাক্টর ভিডিও লেকচার বা প্রেজেন্টেশন তৈরি করবেন।

 

৩. দায়িত্বপ্রাপ্ত বিষয়ভিত্তিক ইন্সট্রাক্টর প্রতিটি বিষয়ের প্রতিটি অধিবেশনকে কয়েকটি পার্টে (২/৩/৪) ভাগ করে ভিডিও লেকচার বা প্রেজেন্টেশন তৈরি করতে হবে এবং ভিডিওর দৈর্ঘ্য সর্বোচ্চ ১০ মিনিট হবে।

 

৪. বিষয়ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত ইন্সট্রাক্টরগণ ভিডিও লেকচার/প্রেজেন্টেশন তৈরি করে নেপ এর বিষয়ভিত্তিক টেকনিক্যাল টীম এর কাছে প্রেরণ করবেন।

 

৫. নেপ এর বিষয়ভিত্তিক টেকনিক্যাল টীম, সংগৃহীত ভিডিও লেকচার/প্রেজেন্টেশন যাচাই-বাছাই করবেন  এবং প্রয়োজনে সম্পাদনা করবেন । ভিডিও লেকচার/প্রেজেন্টেশন এ নেপের লোগো এবং ঘরে বসে ডিপিএড অনুশীলন প্রতিটি কন্টেন্ট বা ভিডিওতে আছে কিনা তা নিশ্চিত করবেন ।  তাছড়া প্রত্যেক বিষয় গ্রুপ তাদের বিষয়ে ঘরে বসে ডিপিএড অনুশীলনের কন্টেন্ট সমূহের তালিকা প্রনয়ন করে নেপ টেকনিক্যাল টীমের নিম্নে উল্লেখিত সদস্যগণের কাছে প্রদত্ত ই-মেইলে  ঠিকানায় প্রেরণ করবেন  ১। জনাব দিলীপ কুমার সরকার, প্রোগ্রামার, নেপ ( d.sarker69@gmail.com)  ২। জনাব সাইফুল ইসলাম শামীম, ইন্সট্রাক্টর, আইসিটি, মাইজদি পিটিআিই, নোয়াখালী (shameem.bseee@gmail.com)  ৩। জনাব রঙ্গলাল রায়, ঊর্ধ্বতন বিশেষজ্ঞ, নেপ (rangalal1965@gmail.com)  ৪। জনাব মোঃ মাজহারুল হক, সহকারী বিশেষজ্ঞ, নেপ (mazharul67@gmail.com)।   ভিডিও লেকচার/প্রেজেন্টেশন বিষয়ভিত্তিক অনুষদ নির্বাচন করার পর নেপ এর টেকনিক্যাল টীম এর নিকট প্রেরণ করবেন।

 

৬. নেপ থেকে গঠিত টেকনিক্যাল টীম বিষয় ভিত্তিক টেকনিক্যাল টীমের কাছ থেকে প্রাপ্ত  ভিডিও লেকচার/প্রেজেন্টেশন এ নেপের লোগো এবং ঘরে বসে ডিপিএড অনুশীলন প্রতিটি কন্টেন্ট বা ভিডিওতে থাকার বিষয়টি নিশ্চিত করবেন এবং না থাকলে তা এডিট করবেন এবং  ৩টি মাধ্যমেই (নেপ ওয়েব সাইট, নেপ ফেসবুক পেজ এবং নেপ এর ইউটিউব চ্যানেল)  প্রকাশ করবেন  এবং বিষয়ভিত্তিক টেকনিক্যাল টীমকে অবহিত করবেন । নেপ এর বিষয়ভিত্তিক টেকনিক্যাল টীম ৩টি মাধ্যমেই সময়ে সময়ে মনিটর করবেন ।

৭. পিটিআইয়ের দায়িত্বপ্রাপ্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তা (পিটিআই সুপারিনটেনডেন্ট কর্তৃক মনোনীত) নেপ এর ডিপিএড ই-লার্নিং মাধ্যম থেকে ভিডিও লেকচার/প্রেজেন্টেশন স্ব-স্ব পিটিআইয়ের গ্রুপে শেয়ার করবেন।

 

৮. পিটিআইয়ের বিষয়ভিত্তিক ইন্সট্রাক্টরগণ ভিডিও লেকচার/প্রেজেন্টেশন পর্যবেক্ষণ করবেন এবং ডিপিএড শিক্ষার্থীদের প্রয়োজনবোধে ভিডিও লেকচার/প্রেজেন্টেশনের সহায়ক তথ্য স্ব স্ব গ্রুপে প্রকাশ করবেন।

 

৯. পিটিআইয়ের ডিপিএড শিক্ষার্থীগণ ভিডিও লেকচার/প্রেজেন্টেশন পর্যবেক্ষণ করবেন এবং সপ্তাহে একবার পর্যবেক্ষণ নোট স্ব-স্ব বিষয়ভিত্তিক ইন্সট্রাক্টরের নিকট ইমেইলে (প্রয়োজনে মেসেঞ্জারে বা ইমুতে বা অন্য কোন মাধ্যমে) প্রেরণ করবেন।

 

১০. পিটিআইয়ের বিষয়ভিত্তিক ইন্সট্রাক্টরগণ ডিপিএড শিক্ষার্থীদের সাপ্তাহিক পর্যবেক্ষণ নোট দেখে অগ্রগতি যাচাই করবেন এবং রেজিস্টার মেইনটেইন করবেন।

 

১১. পিটিআই সুপারিনটেনডেন্ট ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও অন্যান্য ইন্সট্রাক্টরের সাথে যোগাযোগ করে পিটিআই এর সার্বিক তথ্য জেনে নিবেন।

 

১২. নেপ এর ডিভিশনাল দায়িত্বপ্রাপ্ত অনুষদ সদস্যগণ  পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট ও ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন এবং বিভাগের সার্বিক পরিস্থিতি মনিটর করবেন।

 

১৩. ডিপিএড ২০২০ -২০২১  শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা  প্রতিদিন সংসদ টিভিতে  প্রচারিত (শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির জন্য ) ক্লাসগুলো পর্যবেক্ষণ করে রিফ্লেক্টিভ জার্নাল  লিখে এবং  পোর্টফোলিওতে সংরক্ষণ করবেন।

 

১৪. ডিপিএড ২০২০ -২০২১  শিক্ষাবর্ষের প্রত্যেক শিক্ষার্থী প্রশিক্ষণ বিদ্যালয়ে অনুশীলন কালীন সময়ের অন্তত দুটি বিষয় এর উপর এ আপদকালীন সময়ে একটি করে মোট দুটি  পাঠ পরিকল্পনা তৈরী করে ফেইসবুক গ্রুপে গাইড ইন্সট্রাক্টর ও অন্যান্য সহকর্মীদের সাথে মত বিনিময় করবেন এবং পিটিআই খোলার পর সংশ্লিষ্ট বিষয় ইন্সট্রাক্টরের কাছে জমা দিবেন। এখানে উল্লেখ্য যে, এ পাঠ পরিকল্পনা তৈরির ক্ষেত্রে  শিক্ষার্থীরা নেপ কর্তৃক  তৈরিকৃত ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বার্ষিক পাঠ পরিকল্পনা অনুসরন করবেন । (এখানে দুটি পাঠ পরিকল্পনা মানে দৈনিক বা সাপ্তাহিক নয় আপদকালীন সময়ে যে কোন দুটি বিষয়ের একটি করে মোট দুটি বুঝানো হয়েছে তাছাড়া এখানে আপদকাল বলতে ১৭ মার্চ হতে ২৩ এপ্রিল ২০২০ এর কর্মকালকে বুঝানো হয়েছে।)

 

১৫. ডিপিএড ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা যারা নিজ বিদ্যালয়ে চতুর্থ টার্মে আছেন তারাও  প্রতিদিন সংসদ টিভিতে  চলমান ক্লাসগুলো পর্যবেক্ষণ করে ডায়েরি লিখবেন  এবং আপদকালীন সময়ে দুটি  বিষয়ের একটি করে মোট দুটি  লেসন প্ল্যান তৈরি করে পোর্টফোলিওতে সংরক্ষণ করবেন। এছাড়াও  দায়িত্বপ্রাপ্ত গাইড ইন্সট্রাক্টরের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন। দায়িত্বপ্রাপ্ত গাইড ইন্সট্রাক্টরগন যোগাযোগপুর্বক মনিটরিং করবেন এবং ফেসবুক গ্রুপে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন।

১৬. ছুটি বর্ধিত করা হলে পরবর্তীতে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নির্দেশনা প্রদান করা হবে।

১৭. নেপ কর্তৃক  জারীকৃত নির্দেশনাসমূহ সংশ্লিষ্ট ডিপিএড শিক্ষার্থী ও ইন্সট্রাক্টরগণ  প্রতিপালন  করবেন।

১৮. সংশ্লিষ্ট পিটিআই এর ফোকালপয়েন্ট কর্মকর্তাগণ সংশ্লিষ্ট গাইড ইন্সট্রাক্টরের মাধ্যমে আপদকালীন সময়ে নেপ কর্তৃক প্রণীত “ অনলাইন ডিপিএড  পরিচালনা গাইডলাইন “ সংশ্লিষ্ট শিক্ষার্থীগণের নিকট প্রেরণ নিশ্চিত করবেন।

 

অনলাইন প্ল্যাটফর্মে “ঘরে বসে ডিপিএড অনুশীলন” পরিচালনার  জন্য কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য

 

) ডিভিশনাল দায়িত্বপ্রাপ্ত নেপ এর অনুষদ সদস্যঃ (৮জন)

 • বিভাগের আওতাধীন পিটিআই সুপারিনটেনডেন্টগণ  এর সাথে সার্বিক  বিষয়ে যোগাযোগ করা।
 • বিভাগের আওতাধীন পিটিআই এর ফোকালপয়েন্ট কর্মকর্তাদের  সাথে ডিপিএড ই-লার্নিং বিষয়ের কাজের অগ্রগতি মনিটর করা।

 

) বিষয়ভিত্তিক টেকনিক্যাল টীমঃ ( ৬ টি)

 • বিষয়ভিত্তিক কনটেন্ট (ভিডিও বা প্রেজেন্টেশন) প্রণয়নকারীগণের  সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা।
 • প্রত্যেক বিষয় গ্রুপ তাদের বিষয়ে ঘরে বসে ডিপিএড অনুশীলনের কন্টেন্ট সমূহের তালিকা প্রনয়ন করে নেপ টেকনিক্যাল টীমের কাছে প্রদত্ত ইমেইলে ১। জনাব দিলীপ কুমার সরকার, প্রোগ্রামার, নেপ ( d.sarker69@gmail.com)  ২। জনাব সাইফুল ইসলাম শামীম, ইন্সট্রাক্টর, আইসিটি, মাইজদি পিটিআিই, নোয়াখালী (shameem.bseee@gmail.com)  ৩। জনাব রঙ্গলাল রায়, ঊর্ধ্বতন বিশেষজ্ঞ, নেপ (rangalal1965@gmail.com)  ৪। জনাব মোঃ মাজহারুল হক, সহকারী বিশেষজ্ঞ, নেপ (mazharul67@gmail.com)।  প্রেরণ করবেন।
 • বিষয়ভিত্তিক কনটেন্ট (ভিডিও বা প্রেজেন্টেশন) প্রণয়নকারীগণের কাছ থেকে কনটেন্ট (ভিডিও) সংগ্রহ করা।
 • সংগৃহীত কনটেন্ট (ভিডিও বা প্রেজেন্টেশন) প্রয়োজনে সম্পাদনা করা (প্রতিটি অনুষদে ১জন আইসিটিতে দক্ষ কর্মকর্তা থাকবে ভিডিও সম্পাদনার জন্য)।
 • সংগৃহীত ভিডিও লেকচার/প্রেজেন্টেশন এ নেপের লোগো এবং ঘরে বসে ডিপিএড অনুশীলন প্রতিটি কন্টেন্ট বা ভিডিওতে আছে কিনা তা নিশ্চিত করবেন ।
 • পিটিআই ইন্সট্রাক্টরদের কাছ থেকে প্রাপ্ত বিষয়ভিত্তিক কন্টেন্ট ((ভিডিও বা প্রেজেন্টেশন) যিনি প্রস্তুত করেছেন তার কপিরাইট সংরক্ষন করে তার নাম ও পিটিআই এর নাম অন্তর্ভুক্ত করে টেকনিক্যাল টিমের কাছে পাঠাতে হবে।
 • কন্টেন্ট সম্পাদকগণ ভিডিও/অডিও চিত্র/সাউন্ড ইত্যাদির প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন-সংশোধন করার জন্য প্রস্তুতকারীদেরকে পরামর্শ দিবেন।
 •  সংগৃহীত কনটেন্ট (ভিডিও বা প্রেজেন্টেশন) যাচাই-বাচাই করার পর নেপ এর  টেকনিক্যাল টীম এর কাছে প্রেরণ করা।
 • সকল কন্টেন্ট  এর সংশ্লিষ্ট টেক্সট অবশ্যই NikoshBAN ফন্টে পাঠাতে হবে।

 

) নেপ এর টেকনিক্যাল টীমঃ  (নেপ অনূষদ সদস্য ও পিটিআই ইন্সট্রাক্টর সমন্বয়ে )

 • বিষয়ভিত্তিক টেকনিক্যাল টীমের কাছ  থেকে প্রাপ্ত ১ কপি কনটেন্ট (ভিডিও) নেপ এর ইউটিউব চ্যানেলে আপলোড করা।
 • নেপ থেকে গঠিত টেকনিক্যাল টীম বিষয় ভিত্তিক টেকনিক্যাল টীমের কাছ থেকে প্রাপ্ত  ভিডিও লেকচার/প্রেজেন্টেশন এ নেপ এর লোগো এবং ঘরে বসে ডিপিএড অনুশীলন প্রতিটি কন্টেন্ট বা ভিডিওতে থাকার বিষয়টি নিশ্চিত করবেন এবং না থাকলে তা এডিট করবেন এবং  ৩টি মাধ্যমেই  প্রকাশ করবেন 
 • বিষয়ভিত্তিক টেকনিক্যাল টীমের কাছ থেকে প্রাপ্ত ১ কপি কনটেন্ট (ভিডিও বা প্রেজেন্টেশন) নেপ এর ওয়েভসাইটে (ডিপিএড ই-লার্নিং মেনুর বিষয়ভিত্তক সাব মেনুতে) আপলোড করা।
 • বিষয়ভিত্তিক টেকনিক্যাল টীমের কাছ থেকে প্রাপ্ত ১ কপি কনটেন্ট (ভিডিও বা প্রেজেন্টেশন) নেপ এর ফেসবুক পেইজে আপলোড করা।
 • টেকনিক্যাল টীম চূড়ান্ত প্রকাশের আগে বিষয়ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেপ কর্মকর্তার সাথে যোগাযোগ করা ।
 • যে কোন কারিগরি সহায়তার জন্য প্রয়োজনে পিটিআইয়ের আইসিটি ইন্সট্রাক্টর বা আইসিটিতে দক্ষ কর্মকর্তাদের কাছ থেকে কারিগরি সহায়তা নেওয়া।

 

) বিষয়ভিত্তিক কনটেন্ট (ভিডিও/প্রেজেন্টেশন) প্রণয়নকারী (দেশের ৬৭ টি পিটিআই এর  কর্মকর্তাদের মধ্য থেকে):

 • নেপ এর বিষয়ভিত্তিক টেকনিক্যাল টীমের যাথে যোগাযোগ রক্ষা করা।
 • একেকটি অধিবেশনকে একাধিক খন্ডে বিভক্ত করে কনটেন্ট (ভিডিও বা প্রেজেন্টেশন) তৈরি করা।
 • কনটেন্ট (ভিডিও) তৈরিতে প্রতিটি অধিবেশনের প্রতিটি পার্টের ধারাবাহিকতা বজায় রাখা (যেমন একটি অধিবেশনকে ৩টি পার্ট করার পর শুধু ১টি পার্টের কনটেন্ট (ভিডিও বা প্রেজেন্টেশন) তৈরি করে অন্য অধিবেশনে যাওয়া যাবে না)।
 • একেকটি পার্টের দৈর্ঘ্য সর্বোচ্চ ১০ মিনিট বা তার নিচে তৈরি করে নেপ এর বিষয়ভিত্তিক টেকনিক্যাল টীমের  কাছে প্রেরণ করা।
 • কনটেন্টের সাথে যদি সাপোর্টিভ ডকুমেন্ট থাকে তাহলে সেগুলোও নেপ এর বিষয়ভিত্তিক টেকনিক্যাল টীমের  কাছে প্রেরণ করা।
 • প্রতিটি বিষয়ের বিষয়ভিত্তিক কন্টেন্ট নেপ ওয়েবসাইটে যথাযথভাবে আপলোড হলো কি না তা দেখা এবং আপলোডকৃত কন্টেন্ট (ভিডিও/ পিডিএফ ওয়ার্কশীট/পাওয়ার পয়েন্ট পেজেন্টেশনিইত্যাদি)  বিষয়ে টেকনিক্যাল কমিটির সদস্যগণকে এ সংক্রান্ত মতামত প্রদান করা।

 

) পিটিআই সুপারিনটেনডেন্ট:

 • নেপ এর নির্দেশনা মোতাবেক পিটিআই ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্বাচন করা।
 • পিটিআই ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও ইন্সট্রাক্টরদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা।
 • পিটিআই ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও ইন্সট্রাক্টরদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা ।
 • নেপ এর ডিভিশনাল দায়িত্বপ্রাপ্ত  অনুষদ সদস্যের  সাথে যোগাযোগ রক্ষা করা ও অগ্রগতি প্রেরণ করা।
 •  পিটিআইসমূহের কর্মকর্তা/কর্মচারীগণ কর্তৃক  নেপ এর ঘরে বসে ডিপিএড অনুশীলন সম্পর্কিত  গাইডলাইনস / নির্দেশিকা  এর পরিমার্জন করে অথবা খন্ডিত অংশ বিভিন্ন ফেসবুক গ্রুপ, ওয়েব সাইট এবং ইউটিউব এ আপলোড যাতে না করে সে বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা।  

 

) পিটিআই ফোকালপয়েন্ট কর্মকর্তা:

 • নেপ এর বিভিন্ন মাধ্যমে প্রকাশিত কনটেন্ট (ভিডিও) পিটিআই ফেসবুক গ্রুপে শেয়ার করা।
 • ফেসবুক গ্রুপে শেয়ার করার জন্য অন্যান্য ইন্সটাক্টরের সাথে যোগাযোগ রক্ষা করা।
 • পিটিআইসমূহের কর্মকর্তা-কর্মচারীগণ কর্তৃক  নেপ এর ঘরে বসে ডিপিএড অনুশীলন সম্পর্কিত  গাইডলাইনস/ নির্দেশিকা এর টেক্সট পরিমার্জন করে অথবা খন্ডিত অংশ বিভিন্ন ফেসবুক গ্রুপ, ওয়েব সাইট এবং ইউটিউব এ আপলোড না করা।
 • ডিপিএড শিক্ষার্থী-শিক্ষকদের গ্রুপে অন্তর্ভূক্তি নিশ্চিত করা।
 • নেপ এর বিভিন্ন মাধ্যমে (ওয়েবসাইট/ফেসবুক পেজ/ইউটিউব চ্যানেল) প্রকাশিত কনটেন্ট (ভিডিও/প্রেজেন্টেশন/পিডিএফ ইত্যাদি)  প্রচার করার জন্য সুপারিনটেনডেন্ট এর সাথে যোগাযোগ রক্ষা করা।
 • নেপ এর ডিভিশনাল দায়িত্বপ্রাপ্ত অনুষদ সদস্যের  সাথে যোগাযোগ রক্ষা করা ও অগ্রগতি প্রেরণ করা।
 • ফোকালপয়েন্ট সমস্যার মুখোমুখি হলে নেপ বিষয়ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা।

 

) বিষয়ভিত্তিক ইন্সট্রাক্টর:

 • নেপ এর বিভিন্ন মাধ্যমে ও পিটিআই গ্রুপে প্রকাশিত কনটেন্ট দেখা।
 • ডিপিএড শিক্ষার্থীদের ভিডিওটি বুঝতে অসুবিধা হলে গ্রুপে সহায়ক তথ্য শেয়ার করা।
 • ঘরে বসে ডিপিএড অনুশীলন কার্যক্রমে  যুক্ত থাকতে ডিপিএড ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উৎসাহিত (মোটিভেট) করা।
 • সুপারিনটেনডেন্ট ও ফোকালপয়েন্ট কর্মকর্তার সাথে যোগাযোগ রক্ষা করা।
 • ডিপিএড শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রক্ষা করা।
 • ইন্সট্রাক্টরগণ  কর্তৃক  নেপ এর ঘরে বসে ডিপিএড অনুশীলন সম্পর্কিত গাইড লাইনস/ নির্দেশিকা পরিমার্জন করে অথবা খন্ডিত অংশ বিভিন্ন ফেসবুক গ্রুপ, ওয়েব সাইট এবং ইউটিউব এ আপলোড না করা।
 • ডিপিএড ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রত্যেক শিক্ষার্থী যাতে  প্রশিক্ষণ বিদ্যালয়ে অনুশীলন কালের অন্তত দুটি বিষয় এর উপর এ আপদকালীন সময়ে একটি করে মোট দুটি  পাঠ পরিকল্পনা তৈরী করে ফেইসবুক গ্রুপে গাইড ইন্সট্রাক্টর ও অন্যান্য সহকর্মীদের সাথে মত বিনিময় করেন এবং সংশ্লিষ্ট বিষয় ইন্সট্রাক্টরের কাছে জমা দেন তা নিশ্চিত করবেন।  এখানে উল্লেখ্য যে, এ পাঠ পরিকল্পনা তৈরির ক্ষেত্রে  শিক্ষার্থীরা  নেপ কর্তৃক  তৈরিকৃত ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বার্ষিক পাঠ পরিকল্পনা অনুসরন করে তা নিশ্চিত করবেন। । (এখানে দুটি পাঠ পরিকল্পনা মানে দৈনিক বা সাপ্তাহিক নয়। পুরো আপদকালীন সময়ে দুটি বিষয়ের একটি করে মোট দুটি বুঝানো হয়েছে। তাছাড়া এখানে আপদকাল বলতে ১৭ মার্চ হতে ২৩ এপ্রিল ২০২০ এর কর্মকালকে বুঝানো হয়েছে।
 • ডিপিএড ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা যারা নিজ বিদ্যালয়ে চতুর্থ টার্মে আছেন তারাও  প্রতিদিন সংসদ টিভিতে  চলমান ক্লাসগুলো পর্যবেক্ষণ করে ডায়েরি মেইন্টেইন করে  এবং আপদকালীন সময়ে দুটি  বিষয়ের একটি করে মোট দুটি  লেসন প্ল্যান তৈরি করে নিজস্ব  পোর্টফোলিওতে সংরক্ষণ করে   এবং  গাইড ইন্সট্রাক্টর কে অবহিত করে তা নিশ্চিত করবেন ।
 • দায়িত্বপ্রাপ্ত গাইড ইন্সট্রাক্টরগন ডিপিএড শিক্ষার্থীদের সাথে যোগাযোগপুর্বক মনিটরিং করবেন এবং ফেসবুক গ্রুপে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন।

 

 

) ডিপিএড শিক্ষার্থী-শিক্ষকদের করণীয়:

 • পিটিআই এর ফেসবুক গ্রুপে নিজ  দায়িত্বে যুক্ত হওয়া
 • নেপ থেকে প্রকাশিত (ওয়েব সাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে) কনটেন্ট নিয়মিত শোনা এবং দেখা
 • ফেসবুক গ্রুপে প্রকাশিত কনটেন্ট নিয়মিত দেখা এবং বিষয় অনুসারে তা নোট করা
 • বিষয়ভিত্তিক ইন্সট্রাক্টরের সাথে নিয়মিত যোগাযোগ করা
 • বিষয়ভিত্তিক ইন্সট্রাক্টরের কাছে সাপ্তাহিক পর্যবেক্ষণ নোট মোবাইল দিয়ে ছবি তুলে মেইলে প্রেরণ করা (মেসেঞ্জারে বা ইমুতে)
 • ডিপিএড ২০২০ -২০২১  শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা  প্রতিদিন সংসদ টিভিতে  প্রচারিত (শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির জন্য ) ক্লাসগুলো পর্যবেক্ষণ করে রিফ্লেক্টিব জার্নাল  লিখবেন এবং  পোর্টফোলিওতে সংরক্ষণ করবেন  এবং  গাইড ইন্সট্রাক্টরকে অবহিত করবেন ।
 • ডিপিএড ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রত্যেক শিক্ষার্থী প্রশিক্ষণ বিদ্যালয়ে অনুশীলন কালের অন্তত দুটি বিষয় এর উপর এ আপদকালীন সময়ে একটি করে মোট দুটি  পাঠ পরিকল্পনা তৈরী করে ফেইসবুক গ্রুপে গাইড ইন্সট্রাক্টর ও অন্যান্য সহকর্মীদের সাথে মত বিনিময় করবেন এবং সংশ্লিষ্ট বিষয় ইন্সট্রাক্টরের কাছে জমা দিবেন। এখানে উল্লেখ্য যে, এ পাঠ পরিকল্পনা তৈরির ক্ষেত্রে  শিক্ষার্থীরা নেপ কর্তৃক  তৈরিকৃত ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বার্ষিক পাঠ পরিকল্পনা অনুসরন করবেন । (এখানে দুটি পাঠ পরিকল্পনা মানে দৈনিক বা সাপ্তাহিক নয়। পুরো আপদকালীন সময়ে দুটি বিষয়ের একটি করে মোট দুটি বুঝানো হয়েছে। তাছাড়া এখানে আপদকাল বলতে ১৭ মার্চ হতে ২৩ এপ্রিল ২০২০ এর কর্মকালকে বুঝানো হয়েছে।
 • ডিপিএড ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা যারা নিজ বিদ্যালয়ে চতুর্থ টার্মে আছেন তারাও  প্রতিদিন সংসদ টিভিতে  চলমান ক্লাসগুলো পর্যবেক্ষণ করে ডায়েরি লিখবেন  এবং আপদকালীন সময়ে দুটি  বিষয়ের একটি করে মোট দুটি  লেসন প্ল্যান তৈরি করে পোর্টফোলিওতে সংরক্ষণ করবেন  এবং  গাইড ইন্সট্রাক্টর কে অবহিত করবেন । এছাড়াও  দায়িত্বপ্রাপ্ত গাইড ইন্সট্রাক্টরের সাথে নিয়মিত যোগাযোগ করবেন । দায়িত্বপ্রাপ্ত গাইড ইন্সট্রাক্টরগন যোগাযোগপুর্বক মনিটরিং করবেন এবং ফেসবুক গ্রুপে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন।
 • নেপ/পিটিআই থেকে সময়ে সময়ে জারীকৃত নির্দেশনাসমূহ  মেনে চলা।

 

নেপ এর টেকনিক্যাল টীম

 

ক্রমিক নং  দায়িত্ব প্রাপ্ত  কর্মকর্তার নাম  , পদবী ও কর্মস্থল কমিটির পদবী  কর্মস্থল মোবাইল নং ও ইমেইল
১. ১। জনাব রঙ্গলাল রায়,ঊর্দ্ধতন বিশেষজ্ঞ, নেপ  আহ্বায়ক  নেপ, ময়মনসিংহ  01712619339, rangalal1965@gmail.com
২. ২। জনাব মোঃ মাজহারুল হক , সহকারী বিশেষজ্ঞ,নেপ  সদস্য ও ফোকাল পার্সন ডিপিএড অনলাইন কোর্স  নেপ, ময়মনসিংহ  01712223429, mazharul67@gmail.com
৩.  ৩। জনাব সাইফুল ইসলাম শামীম,ইন্সট্রাক্টর (আইসিটি),  সদস্য  মাইজদী পিটিআই, নোয়াখালী 01710103806, shameem.bseee@gmail.com
৪. জনাব মোঃ কামরুজ্জামান, ইন্সট্রাক্টর  সদস্য  চাপাইনবাবগঞ্জ পিটিআই 01712805016, pti.kzaman@gmail.com
জনাব দিলীপ কুমার সরকার, প্রোগ্রামার নেপ সদস্য সচিব  নেপ, ময়মনসিংহ  01718297121, d.sarker69@gmail.com

 

 

নেপ এর বিষয়ভিত্তিক টেকনিক্যাল টীম (৬ টি)

 

 

ক্রমিক নং  বিষয়ের নাম দায়িত্ব প্রাপ্ত নেপ অনুষদ সদস্য ও পিটিআই ব্যক্তিবর্গের নাম ও পদবী কর্মস্থল মোবাইল নং ও ইমেইল
বাংলা জনাব মনোয়ারা বেগম, সহকারী বিশেষজ্ঞ  নেপ ০1680286919, monoara1962@gmail.com
বাংলা জনাব মোঃ মাহমুদুল হাসান, সহকারী বিশেষজ্ঞ নেপ mahmudier@gmail.com, ০1729555767
বাংলা  জনাব, উত্তম ধর ,সুপারিনটেনডেন্ট  পিটিয়াই, কুড়িগ্রাম   
বাংলা জনাব, শুভাশিস চক্রবর্তী ,ইন্সট্রাক্টর  মাগুরা পিটিআই csubhasish64@gmail.com, 01712972847
বাংলা সুলতানা আফরোজা ইয়াসমিন ,ইন্সট্রাক্টর ঢাকা পিটিআই   
বাংলা জনাব মুশফিহা খান, ইন্সট্রাক্টর   রাজশাহী পিটিআই kmushfiha@gmail.com, 1737242993
বাংলা জনাব মোঃ মাহফুজুর রহমান, ইন্সট্রাক্টর রাজবাড়ি পিটিআই marufmingram@gmail.com,1722457800
বাংলা জনাব মোঃ মঞ্জুরুল মোরশেদ, ইন্সট্রাক্টর সোনাতলা পিটিআই 01717-426888, robin12526@gmail.com
বাংলা জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, ইন্সট্রাক্টর  পটিয়া পিটিআই shafiq06147@gmail.com, 01715043554
১০ বাংলা জনাব মোহাম্মদ নোমান সাঈদ ,ইন্সট্রাক্টর শেরপুর পিটিআই   
১১ বাংলা  জনাব হাসান মামুন ,ইন্সট্রাক্টর সিলেট পিটিআই   
১২ বাংলা জনাব এনায়েত রাজু ,ইন্সট্রাক্টর রাজশাহী পিটিয়াই   
  বিষয়ের নাম দায়িত্ব প্রাপ্ত নেপ অনুষদ সদস্য ও পিটিআই ইনস্ট্রাক্টরের নাম ও পদবী কর্মস্থল মোবাইল নং ও ইমেইল
ইংরেজি  জনাব মোঃ নজরুল ইসলাম,সহকারী বিশেষজ্ঞ   নেপ mnazrul1992@gmail.com,০1712082351
ইংরেজি জনাব আবু বকর সিদ্দিক, সহকারী বিশেষজ্ঞ নেপ siddiksumon@gmail.com,০1798703738
ইংরেজি জনাব মোঃ মাহবুবুর রহমান, সহকারী বিশেষজ্ঞ নেপ mahbub500@gmail.com, ০1912837954
ইংরেজি  জনাব এ কে এম মুজিবর রহমান ,ইন্সট্রাক্টর  বি,বাড়িয়া পিটিআই mujib6565@yahoo.com, 01729302981
ইংরেজি জনাব মোঃ মোরতাজ হোসেন, ইন্সট্রাক্টর লক্ষীপুর পিটিআই ptilaksh@gmail.com,০1722531613
ইংরেজি জনাব মোঃ কামরুজ্জামান, ইন্সট্রাক্টর চাপাইনবাবগঞ্জ পিটিআই pti.kzaman@gmail.com, 01712805016
ইংরেজি জনাব মোঃ মুশফিকুর রহমান সোহাগ,  ইন্সট্রাক্টর টাংগাইল পিটিআই mushfiq5790@gmail,com,01911018116
ইংরেজি জনাব মোঃ কাউসার হামিদ,  ইন্সট্রাক্টর খাগড়াছড়ি পিটিআই  01722-823718 khamid.unidu@gmail.com
ইংরেজি  জনাব অরুপ রতন দাস, ইন্সট্রাক্টর সিলেট পিটিআই rdas.du@gmail.com, 01911017025
১০ ইংরেজি  জনাব দেবাশিষ বাসু,   ইন্সট্রাক্টর সাতক্ষীরা পিটিআই rdas.du@gmail.com,01712680895
১১ ইংরেজি জনাব মোঃ ইসতিয়াক আহম্মেদ, ইন্সট্রাক্টর সিরাজগঞ্জ পিটিআই ishtiak.sabahbd@gmail.com,01762515515
গণিত  জনাব মোঃ মাজাহারুল ইসলাম খান,     সহকারী বিশেষজ্ঞ  নেপ khan_mazahar@yahoo.com, 01716632607
গণিত  জনাব মোঃ তোজাম্মেল হক, ইন্সট্রাক্টর রাজশাহীপিটিআিই 01715-017616,     tozammelpti@gmail.com
গণিত জনাব মোঃ ইমতিয়াজ শামি চৌধুরী ,      ইন্সট্রাক্টর (সাধারণ) কুড়িগ্রাম 1712381645
গণিত জনাব ওহিদুজ্জামান রবি, ইন্সট্রাক্টর পাবনা পিটিআই 01723-223088 ohiduzzaman.du@gmail.com
গণিত  জনাব  জনি দাস, ইন্সট্রাক্টর  দিনাজপুর পিটিআই 01712-060149, ier04008@gmail.com
গণিত জনাব মোঃ রফিক উল্লাহ, ইন্সট্রাক্টর কুড়িগ্রাম পিটি আই 01764361830 rafiqpti2016@gmail.com
গণিত জনাব মোহাম্মদ উল্যা পাটওয়ারী, ইন্সট্রাক্টর মাইজদী পিটিআই patwary15@ymail.com, 01815409125
8 গণিত জনাব সঞ্জিত কুমার সিংহ, ইন্সট্রাক্টর (সাধারণ) কুমিল্লা পিটিআই  
9 গণিত জনাব মোঃ আবুল কাশেম, ইন্সট্রাক্টর (সাধারণ)
 
পিটি আই ফেনী।  
প্রাথমিক বিজ্ঞান    জনাব মোঃ মাজহারুল হক, সহকারী বিশেষজ্ঞ  নেপ mazharul67@gmail.com, 01712223429
প্রাথমিক বিজ্ঞান   জনাব একে এম মুজিবর রহমান , ইন্সট্রাক্টর  বি.বাড়িয়া পিটিআই mujib6565@yahoo.com, 1729302981
প্রাথমিক বিজ্ঞান   শামসুল আহসান ,ইন্সট্রাক্টর   কক্সবাজার পিটি আই  Sahsan.coxb@gamail.com, 01819108225
প্রাথমিক বিজ্ঞান   জনাব মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার,        ইন্সট্রাক্টর ভোলা পিটি আই mrtrubel@gmail.com, 01725920085
প্রাথমিক বিজ্ঞান   জনাব শেফাল চন্দ্র নাথ, ইন্সট্রাক্টর মাইজদী পিটিআই ,shapalnath@gmail.com, 01712120957
প্রাথমিক বিজ্ঞান   জনাব মোঃ নজরুল ইসলাম, ইন্সট্রাক্টর  ফেনী পিটিআই nazrulptifeni@yahoo.com, 01813146211
প্রাথমিক বিজ্ঞান   জনাব মোঃ রফিকুল ইসলাম, ইন্সট্রাক্টর যশোর পিটিআই rafiqulsrj@gmail.com, 01716322352
প্রাথমিক বিজ্ঞান   জনাব মোঃ নজরুল ইসলাম, ইন্সট্রাক্টর ফরিদপুর পিটিআই ০১৭১২ ৯০৬২২৯, nazrulpti@gmail.com
প্রাথমিক বিজ্ঞান   জনাব সাবিহা পারভীন, ইন্সট্রাক্টর চট্টগ্রাম পিটিআই  
১০ প্রাথমিক বিজ্ঞান   জনাব ছবি রানী নাথ, ইন্সট্রাক্টর চট্টগ্রাম পিটিআই 01817-274089, chabirani1994@gmail.com
১১ প্রাথমিক বিজ্ঞান   কায়েস হাসান , ইন্সট্রাক্টর মাদারীপুর ,পিটি আই  kayes.ins@gmail.com , 1712492986
১২ প্রাথমিক বিজ্ঞান   মোঃ সাইফুল ইসলাম ,  ইন্সট্রাক্টর রাজবাড়ি পিটি আই   
১৩ প্রাথমিক বিজ্ঞান   মো.শাখাওয়াৎ হোসেন,  ইন্সট্রাক্টর পটুয়াখালী পিটিআই shossen6767@gmail.com, 01720376767
১৪ প্রাথমিক বিজ্ঞান   শ্যামল বড়ুয়া ,  ইন্সট্রাক্টর রাঙ্গামাটি  পিটিআই 1726261038
১৫ প্রাথমিক বিজ্ঞান   মোঃ রনি , ইন্সট্রাক্টর হবিগঞ্জ পিটি আই  rony.ier@gmail.com, 01793548805
বাংলাদেশ ও বিশ্বপরিচয়   জনাব মোঃ জহুরুল হক,বিশেষজ্ঞ   নেপ, ময়মনসিংহ zahurul1969@gmail.com,  01717609609
বাংলাদেশ ও বিশ্বপরিচয়   জনাব মোহাম্মদ শাহজাহান কবীর, বিশেষজ্ঞ নেপ, ময়মনসিংহ kabir.nape@gmail.com,01715752090
বাংলাদেশ ও বিশ্বপরিচয়   জনাব মোঃ জয়নাল আবেদীন, সহকারী বিশেষজ্ঞ,  নেপ, ময়মনসিংহ ০১৭১১-৪৭০৮৭৭
বাংলাদেশ ও বিশ্বপরিচয়   জনাব সরোজ কুমার সাহা, ইন্সট্রাক্টর পিটিআই, নেত্রকোনা 1558306159
বাংলাদেশ ও বিশ্বপরিচয়    জনাব আতোয়ার রহমান বিশ্বাস, ইন্সট্রাক্টর মানকগঞ্জ পিটিআই atowar94@gmail.com, 1716583302
বাংলাদেশ ও বিশ্বপরিচয়   জনাব কমল বরণ বিশাস,  ইন্সট্রাক্টর কুষ্টিয়া পিটিআই komolboron@gmail.com, 01715385585
বাংলাদেশ ও বিশ্বপরিচয়    জনাব মোঃ নাজিম উদ্দিন, ইন্সট্রাক্টর মাইজদী পিটিআই enazim1967@gmail.com
বাংলাদেশ ও বিশ্বপরিচয়   জনাব বিপুল কৃষ্ণ হালদার পিটিআই, নড়াইল bipulkrishnahalder @gmail.com, 01718975637
বাংলাদেশ ও বিশ্বপরিচয়   মো রাকিবুল হাসান, ইন্সট্রাক্টরর পিটিআই, পিরোজপুর  ০১৭১২-৬৪৯২৩৮
১০ বাংলাদেশ ও বিশ্বপরিচয়    জনাব মোঃ ফরিদ হোসেন, ইন্সট্রাক্টর  পিটিআই, পটুয়াখালী ০১৭১২-৬১৯৩৩৭
১১ বাংলাদেশ ও বিশ্বপরিচয়   জনাব মোঃ খসরুজ্জামান, ইন্সট্রাক্টর পিটিআই, সুনামগঞ্জ ০১৭১২-৬২৩৫৭১
১২ বাংলাদেশ ও বিশ্বপরিচয়    জনাব আজাদ সালেহীন মুক্ত,ইন্সট্রাক্টর পিটিআই, শরীয়তপুর ০১৭১৫-৮৩৫০৩৯
১৩ বাংলাদেশ ও বিশ্বপরিচয়   জনাব হাসান মামুন চৌধুরী, ইন্সট্রাক্টর পিটিআই, সিলেট ০১৭১০-৪৩২৭৮৮
পেশাগত শিক্ষা ১ম, ২য় ও ৪র্থ খন্ড জনাব দিলীপ কুমার সরকার, প্রোগ্রামার নেপ d.sarker69@gmail.com 01718297121
পেশাগত শিক্ষা ১ম, ২য় ও ৪র্থ খন্ড ড. মোঃ রবিউল ইসলাম, সহকারী বিশেষজ্ঞ নেপ rabi.nape@gmail.com, 01995399872
পেশাগত শিক্ষা ১ম, ২য় ও ৪র্থ খন্ড জনাব মোঃ সাইফুল ইসলাম, সহকারী বিশেষজ্ঞ নেপ saiful.ier.pti@gmail.com, 01816336060
পেশাগত শিক্ষা ১ম, ২য় ও ৪র্থ খন্ড জনাব মোঃ সালাহ উদ্দিন, সহকারী বিশেষজ্ঞ  নেপ , salahuddin.ier.du@gmail.com 01912155083
পেশাগত শিক্ষা ১ম, ২য় ও ৪র্থ খন্ড জনাব কামরুজ্জামান মারুফ, ইন্সট্রাক্টর মাগুরা পিটিআই mrinmoyee@gmail.com, 1716186264
পেশাগত শিক্ষা ১ম, ২য় ও ৪র্থ খন্ড  জনাব মোঃ শাহরিয়ার শফিক, ইন্সট্রাক্টর  পিরোজপুরপিটিআই ptipiroj@gmail.com,  01917823307
পেশাগত শিক্ষা ১ম, ২য় ও ৪র্থ খন্ড জনাব সাইফুল ইসলাম শামীম,ইন্সট্রাক্টর (কম্পিউটার সাইন্স) মাইজদী পিটিআই shameem.bseee@gmail.com, 01710103806
পেশাগত শিক্ষা ১ম, ২য় ও ৪র্থ খন্ড জনাব মোঃ সামিউল হাসান ,ইন্সট্রাক্টর (কম্পি: সা:) পিটিআই গাইবান্ধা shamopme@gmail.com, 1786279929
পেশাগত শিক্ষা ১ম, ২য় ও ৪র্থ খন্ড জনাব মোঃ শাহআলম, ইন্সট্রাক্টর (কম্পি: সা:) মৌলভিবাজার পিটিআই shahalam.nu@gmail.com, 01719039026
১০ পেশাগত শিক্ষা ১ম, ২য় ও ৪র্থ খন্ড জনাব মোঃ ফয়সাল আলম, ইন্সট্রাক্টর (কম্পি: সা:) বগুড়া পিটিআই 01738214569 faisal0173821@gmail.com
১১ পেশাগত শিক্ষা ১ম, ২য় ও ৪র্থ খন্ড জনাব মোঃ মাহমুদুন নবি, ইন্সট্রাক্টর (কম্পি: সা:) নওগা পিটিআই bidduth.ice@gmail.com, 1722261988
১২ পেশাগত শিক্ষা ১ম, ২য় ও ৪র্থ খন্ড  জনাব মোঃ মাহমুদুল হাসান, ইন্সট্রাক্টর (কম্পি.সা.) যশোর পিটিআই zikucse@gmail.com, 01917491787
১৩ পেশাগত শিক্ষা ১ম, ২য় ও ৪র্থ খন্ড জনাব মোঃ রবিউল ইসলাম, ইন্সট্রাক্টর  কুড়িগ্রাম পিটিআই robi.cse07@gmail.com , 01722341962
১৪ পেশাগত শিক্ষা ১ম, ২য় ও ৪র্থ খন্ড জনাব  মোঃ জাকির হোসাইন, ইন্সট্রাক্টর আলীগঞ্জ পিটিআই 0186-1623332, mdjakir_du08@yahoo.com
১৫ পেশাগত শিক্ষা ১ম, ২য় ও ৪র্থ খন্ড জনাব তাপস ঘরামি, ইন্সট্রাক্টর পিরোজপুর পিটিআই  
১৬ পেশাগত শিক্ষা ১ম, ২য় ও ৪র্থ খন্ড মো: হুমায়ুন কবীর, ইন্সট্রাক্টর পিটিআই, ঠাকুরগাঁও kabirasia1@gmail.com, 01728887701
১৭ পেশাগত শিক্ষা ১ম, ২য় ও ৪র্থ খন্ড মোঃ জুলফিকার মতিন ইন্সট্রাক্টর (কম্পিউটার সায়েন্স) রাজশাহী পিটিআই, রাজশাহী। ০১৭১৭৬৭০৮৫৮ julfikermatin@gmail.com
১৮ পেশাগত শিক্ষা ১ম, ২য় ও ৪র্থ খন্ড নুসরাত শবনম, ইন্সট্রাক্টর সাধারণ, পিটিআই জয়দেবপুর, গাজীপুর। ০১৬৭০৭৬৩৯৫১,  nusrat.shabnam@ymail.com

 

 

 

 

অনলাইন ডিপিএড পরিচালনা গাইডলাইনস (সংশোধিত) অনলাইন ডিপিএড পরিচালনা গাইডলাইনস (সংশোধিত)